ঢাকা নিউমার্কেটের ভেতরে শতাধিক দোকান উচ্ছেদ

ঢাকা নিউমার্কেটের ভেতরে অবৈধ দোকান উচ্ছেদ করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতছবি: সংগৃহীত

ঢাকা নিউমার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। অভিযানে উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে দোকান নির্মাণ করায় ১০ দোকানিকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, মার্কেটে আসা ক্রেতারা যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন, সে জন্য মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মার্কেটের ফুটপাত, বারান্দা ও উন্মুক্ত স্থানে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তাও দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রথম আলোকে বলেছিলেন, ঢাকা নিউমার্কেট দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে মেয়রের বৈঠক হয়। দোকানের সামনের খালি জায়গায় দোকান ভাড়া দেওয়া হবে না বলে মেয়রকে কথা দেন সমিতির নেতারা।