বাল্যবিবাহ বন্ধে আইনের বাস্তবায়ন হচ্ছে না: উপদেষ্টা শারমীন মুরশিদ
বাল্যবিবাহ নিরোধে আইনের বিধান যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যাঁরা কাজ করছেন না, তাঁদের পরিবর্তন করে এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, বাল্যবিবাহ শিশুদের জন্য একটি বড় অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রাজধানীর একটি হোটেলে বাল্যবিবাহ নিরোধকল্পে অ্যাকসেলের্যাটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ (ফেজ–২) প্রকল্পের আওতায় ‘বাল্যবিবাহ নিরোধ: সমস্যা ও করণীয়’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘যেখানে নারী নির্যাতন, বাল্যবিবাহ হবে, সেই তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়েকে জানাতে হবে। আমরা দ্রুত সাড়া দেব। পর্যবেক্ষণের মাধ্যমে যদি গ্রামে গ্রামে বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি, তাহলে বাল্যবিবাহ কমে আসবে।’
শারমীন মুরশিদ আরও বলেন, বাল্যবিবাহ নিরোধে আইনের যে বিধান আছে, তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। এখন সুযোগ এসেছে, সমাজে যেখানে যা দুর্বলতা আছে, তা চিহ্নিত করে নতুনভাবে কমিটি করে তা সমাধানে কাজ করার। যাঁরা কমিটিতে থেকে কাজ করছেন না, তাঁদের পরিবর্তন করে দুর্নীতিমুক্ত, সত্যের পথে এগোতে হবে।’
কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ চিফ ইলিজা আজয়েই ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন খলিফা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল হালিম।