রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

রেললাইনফাইল ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স ৫০ বছরের মতো।

এদিকে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান ওই নারী। পরে তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।