৫০ হাজার টাকা নিয়ে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশুটি

রাজধানীর একটি শপিং মলে ভালো মানের মুঠোফোন পাওয়া যায়, ইউটিউবে এমন ভিডিও ও বিজ্ঞাপন দেখে শেরপুর থেকে ফোন কিনতে ঢাকায় আসে ১০ বছরের এক শিশু। পুলিশ বলছে, পরিবারের কাউকে না জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় এসেছে শিশুটি।

রাজধানীর একটি শপিং মল থেকে আজ সোমবার শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোক বলেন, ১০ বছরের শিশুটি ৫০ হাজার টাকা নিয়ে মুঠোফোন কিনতে আসার বিষয়টি দোকানের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি শপিং মলের নিরাপত্তাকর্মীদের জানান।

নিরাপত্তাকর্মীরা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।

ওসি আরও বলেন, শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা শেরপুর থেকে ঢাকায় আসছেন।