পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনের পর বক্তব্য দিচ্ছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, রাজধানী, ২৭ মে
ছবি: খালেদ সরকার

আবার শুরু হলো পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শনিবার সকালে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়ানশিপ ২০২২ শিরোপাজয়ী সৌরদীপ পাল।

এ সময় আরও বক্তব্য দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মনোচিকিত্সক আহমেদ হেলাল, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, পুষ্টি কনজিউমার বিভাগের বিজনেস প্রধান আলম চৌধুরী, টি কে ফুড প্রডাক্টস ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস নাজমুল হোসাইন, টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. ইব্রাহিম খলিল, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, মার্কিন সাময়িকী ফোর্বস–এর এ বছরের ‘থার্টি আন্ডার থার্টি’–তে স্থান করে নেওয়া বাংলাদেশের তরুণ টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা সারাবন তহুরা, আনোয়ার সায়েফ প্রমুখ।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশনা করছে খুদে শিল্পীরা। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, রাজধানী, ২৭ মে
ছবি: খালেদ সরকার

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এখন চলছে বিতর্ক কর্মশালা। এই পর্বে টেলিভিশন ব্যক্তিত্ব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাবেক সভাপতি আব্দুন নূর তুষারসহ আরও কয়েকজন বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমি মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক। সারা দেশে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে এবার ৪০টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার পাঁচটি অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিতর্কের মডারেটর ও শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

শিগগিরই সারা দেশের আঞ্চলিক বিতর্ক উৎসবের তারিখ প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি অঞ্চলের সেরা বিতার্কিকদের নিয়ে হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও বিতার্কিকেরা। আজ শনিবার সকালে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপাজয়ী সৌরদীপ পাল। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুর, রাজধানী, ২৭ মে
ছবি: খালেদ সরকার

দ্বিতীয়বারের মতো প্রথম আলোর আয়োজনে বিতর্ক উৎসবে এ বছরও পৃষ্ঠপোষকতায় থাকছে টিকে গ্রুপের ব্র্যান্ড পুষ্টি। সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা এবং প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টিভি।