মালিবাগের আবাসিক হোটেল থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম মিজানুর রহমান (৪৫)। তিনি ঢাকায় দরজির কাজ করতেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। বাবার নাম আজমল আলী শেখ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন বলেন, মিজানুর গতকাল শনিবার রাতে মালিবাগের সবুজ বাংলা আবাসিক হোটেলের চতুর্থ তলার ২৯ নম্বর কক্ষে ওঠেন।

আজ সকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ কক্ষটি থেকে অচেতন অবস্থায় মিজানুরকে উদ্ধার করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এসআই হাফিজ আরও বলেন, মিজানুরের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া বা হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

ময়নাতদন্তের জন্য মিজানুরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, মিজানুর ঢাকায় কোন এলাকায় থাকতেন, তা তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।