রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সানজিদা আক্তার (২৭)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন বলেন, নিহত সানজিদা আক্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। তবে পরিবারের সঙ্গে তিনি থাকতেন কামরাঙ্গীরচরে। গতকাল রাতে সানজিদা ধানমন্ডি থেকে উবারের (রাইড শেয়ারিং প্রতিষ্ঠান) একটি মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যখন লালবাগ থানার কাছে বেড়িবাঁধ এলাকায় শানিম গার্মেন্টসের সামনে পৌঁছায়, তখন এটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সানজিদা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং কাভার্ড ভ্যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালবাগ থানার এসআই আক্তার হোসেন বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদার মৃত্যুর ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানের চালক শামীমকে (২৫) আটক করা হয়েছে। মোটরসাইকেলের চালক মেহেদী হাসানকেও (৩০) আটক করা হয়েছে। দুজনই এখন থানা হেফাজতে আছেন।

ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।