জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় র্যালি ও টিকাদান কর্মসূচি
জরায়ুমুখ ক্যানসার সচেতনতা মাসে রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ মঙ্গলবার দিনব্যাপী সচেতনতা কর্মসূচি পালন করেছে।
সকাল ৯টায় রাজধানীর পলাশী মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে ইডেন মহিলা কলেজের অডিটরিয়ামে জরায়ুমুখ ক্যানসার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। এতে বক্তব্য দেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সেহেরীন এফ সিদ্দিকা।
আলোচনায় অংশগ্রহণকারীরা জরায়ুমুখ ক্যানসারের ভয়াবহতা তুলে ধরেন। ৯ থেকে ৪৫ বছর বয়সী প্রত্যেক নারীকে এইচপিভি টিকা নেওয়ার বিষয়ে সচেতন করেন। এরপর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।