হাতিরপুলে কার্পেটের গুদামে আগুন

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের কাছে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টার দিকে হাতিরপুল কাঁচাবাজারের কাছে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজধানীর হাতিরপুলের এই ভবনে আগুন লেগেছে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, হাতিরপুল কাঁচাবাজারের পাশে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় একটি কার্পেটের গুদামে আগুন লেগেছে। সেখানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে না, বা ওপরেও আগুন ছড়ায়নি। আগুন লাগার পর পর উপরের তলার বাসিন্দারা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছে। তবে এখন দোতলার ভেতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে।

ভবনের ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনছে ফায়ার সার্ভিস। এরমধ্যে সেখান থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।