ঢাবির ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে স্মারকলিপি

ভাস্কর্য সংস্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় এর দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার স্মারকলিপিটি দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন আহম্মেদ।

গত বছরের ৫ আগস্টের পর থেকে ভাস্কর্যটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর প্রায় এক বছর কেটে গেলেও ভাস্কর্যটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এই দুই শিক্ষার্থী মনে করেন, ভাস্কর্যটি শুধুমাত্র একটি শৈল্পিক কাঠামো নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় পরিচয়ের প্রতীক। ভাস্কর্যটি এভাবে ভাঙা অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

ভাস্কর্যটি দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এই দুই শিক্ষার্থী। তাঁরা মনে করেন, জাতীয় ইতিহাসের প্রতীক এই ভাস্কর্যকে অবহেলা নয়, বরং সংরক্ষণের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আরও জীবন্ত করে তুলতে হবে।