কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে—তাঁর নাম আবু নছর সাহেদ (৪৬)। তাঁর বাবার নাম আবু আলী জুলফিকার। তিনি তেজগাঁওয়ের পূর্ব রাজারবাজার এলাকার বাসিন্দা।
নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করা মো. রাসেল নামে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, আবু নছর রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কমলাপুরের দিক থেকে আসা একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। এ সময় তিনিসহ (রাসেল) আরও একজন পথচারী আবু নছরকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
মো. রাসেল বলেন, অবস্থার অবনতি হওয়ায় পরে আবু নছরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আবু নছরের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় জানা গেছে। তাঁর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।