মোটরসাইকেল দুর্ঘটনায় ৩০০ ফুট সড়কে কলেজছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট সড়কে আজ মঙ্গলবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আলিফের বন্ধু ইফারাত (১৮) নামের একজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, আলিফ ও ইফারাত—দুজনই ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়ায়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, আজ বিকেল ৪টার দিকে ৩০০ ফুট সড়কের বালু নদ ব্রিজ এলাকায় সড়কের ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আলিফ ও ইফারাত—দুজনই ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়ায়। তাঁরা ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তাঁদের কারও মোটরসাইকেল চালানোর লাইসেন্স নেই। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। ময়নাতদন্তের জন্য আলিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।