বিকেলে আনিসুল হকের আঁকা ছবির প্রদর্শনী উদ্বোধন
রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় আজ শুক্রবার বিকেলে কথাসাহিত্যিক আনিসুল হকের আঁকা ছবির প্রদর্শনী শুরু হবে।
বিকেল পাঁচটায় এ প্রদর্শনী উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ। প্রদর্শনী চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রাস্তায়, ২০ নম্বর বাড়িতে গ্যালারি কায়া অবস্থিত। এ প্রদর্শনীতে সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন আনিসুল হক।