ঢাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শৌচাগারে ছাত্রীকে হয়রানির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি)
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রীদের শৌচাগারে ঢুকে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে ঘটনাটিকে ‘ভুল–বোঝাবুঝি’ বলেছেন ছাত্রলীগের ওই নেতা।

তানজিন আল আলামিন নামের ওই নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

গতকাল বুধবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটে তিনি টিএসসিতে ছাত্রীদের শৌচাগার ব্যবহার করার সময় তানজিন মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে টয়লেটের দরজা খোলা রেখে প্রস্রাব করেন। এ সময় তিনি তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। পরে তিনি ও তাঁর বন্ধুরা তানজিনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি উল্টো তাচ্ছিল্যের সুরে এলোমেলো কথা বলতে থাকেন। এ সময় তিনি ও তাঁর কয়েক সঙ্গী তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই ছাত্রী লিখিত অভিযোগে বলেন, হয়রানি ও হুমকির পরিপ্রেক্ষিতে তিনি অনিরাপদ বোধ করছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দোষী ব্যক্তি ও তাঁর সহযোগীদের কঠোর শাস্তি চান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা তানজিন বলেন, তিনি ভুলে ছাত্রীদের ওয়াশ রুমে ঢুকে পড়েন। বুঝতে পেরে দ্রুত বের হয়ে যান। এ জন্য অভিযোগকারী ছাত্রী ও তাঁর বন্ধুদের কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেছেন। পুরো ঘটনাটি ভুল–বোঝাবুঝি।
প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।