হাতিরঝিলে চক্রাকার বাসে ভাড়া আদায় হবে র্যাপিড পাসে
রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম শুরু হয়েছে। বাসগুলোর ভেতরে একটি যন্ত্র বসানো হয়েছে। এটি র্যাপিড পাস ও কিউআর কোড পড়তে পারে।
আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে এফডিসির সামনে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
সব ধরনের গণপরিবহনে এক কার্ডে ভাড়া পরিশোধের লক্ষ্যে র্যাপিড পাস ব্যবস্থা প্রচলন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ইতিমধ্যে মেট্রোরেলে স্থায়ী কার্ড হিসেবে র্যাপিড পাস ব্যবহার হচ্ছে।
ডিটিসিএ জানিয়েছে, বাসে উঠে শুরুতে ভেতরে থাকা যন্ত্রে র্যাপিড পাস কার্ড বা কিউআর কোড ধরে স্ক্যান করতে হবে। এরপর বাস থেকে নামার সময় আবার স্ক্যান করা লাগবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাত্রার নির্ধারিত ভাড়া কেটে রাখা হবে। যাত্রার শেষে যন্ত্রে কার্ড স্ক্যান না করলে শুরু থেকে শেষ পর্যন্ত যত ভাড়া হয়, তা কেটে নেওয়া হবে। র্যাপিড পাসে পর্যাপ্ত ব্যালান্স না থাকলে স্ক্রিনে ‘অপর্যাপ্ত ব্যালান্স’ বার্তা দেখাবে। এ অবস্থায় র্যাপিড পাস রিচার্জ করে আবার যাত্রা করতে হবে।
আজকের অনুষ্ঠানে গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পথে চলাচল করা বিআরটিসির ১০টি বাসেও র্যাপিড পাস ব্যবহার কার্যক্রম উদ্বোধন করা হয়।