মেয়র ঘোষণার গেজেটের অগ্রগতি জানতে ইসিতে ইশরাক হোসেন

ইশরাক হোসেনফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের পর ইশরাক বলেছেন, গেজেট প্রকাশের বিষয়ে ইসি আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। তবে গেজেট কত দিনের মধ্যে হতে পারে, এ বিষয়ে তাঁর সঙ্গে সিইসির কোনো কথা হয়নি।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান ইশরাক হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, এটাই হলো আপডেট (হালনাগাদ তথ্য)। তবে গেজেট কত দিনের মধ্যে হতে পারে, এ বিষয়ে আমার সঙ্গে (সিইসির) কথা হয়নি। আমি যতটুকু জানি, রায়ের কপিতে লেখা আছে যে এটা কমিশনে পৌঁছানোর পর ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ১৫ তারিখে আমরা ফাইলটি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালত রায় দিলেও এখন পর্যন্ত ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেনি ইসি। রায়ের এক মাসের মাথায় ২৭ এপ্রিল ইসি মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চায়।

সব প্রক্রিয়া শেষ করে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কত দিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই বিষয়ে আলোচনা রয়েছে। আজ সিইসির সঙ্গে বৈঠক করার কারণ হিসেবে ইশরাক বলেন, ‘মতামতের জন্য নির্বাচন কমিশন থেকে বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটার ফলোআপ, আমাদের ইন্টারনাল ডিসকাশন যেহেতু আমি বাদী ছিলাম, কী হচ্ছে সেটার একটা আপডেট নেওয়ার বিষয় রয়েছে।’

আরও পড়ুন