যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় ৪৮ জন কারাগারে

কারাগারপ্রতীকী ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন ঘিরে যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার পৃথক চার মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন, এসআই সেলিম মৃধা ও রয়েল মিয়া।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মিরপুর, কাফরুল এবং পল্লবী থানার পৃথক চার মামলায় ৪৮ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন রিকশাচালকও রয়েছেন। পৃথক তিন মামলায় কাফরুল থানা–পুলিশ ১৮ জনকে, মিরপুর থানা–পুলিশ ১৫ জনকে এবং পল্লবী থানা–পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর, পল্লবী ও কাফরুল থানায় পৃথক চারটি মামলা হয়। মামলায় ৩৩ জনের নাম উল্লেখসহ মোট ২ হাজার ৭৩৩ জনকে আসামি করা হয়।

গত বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রোববার মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দেন এবং যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের এক সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।