মাওয়ায় ইলিশ খেয়ে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা, প্রাণ গেল শিক্ষার্থীর
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম রনি হোসেন (১৭)। সে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। তার বাবা জজ মিয়া সবজি ব্যবসায়ী। চার ভাইয়ের মধ্যে রনি ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সবুজবাগে ভাড়া থাকে পরিবারটি।
রনির খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার সবুজবাগ থেকে চারটি মোটরসাইকেলে আটজন মুন্সিগঞ্জের মাওয়ায় ইলিশ খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর পড়ে যায়। ওই মোটরসাইকেলের আরোহী ছিল রনি। মোটরসাইকেলের চালক রনির বন্ধু ফাহিমও আহত হয়েছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রনির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি যাত্রাবাড়ী থানা–পুলিশকে জানানো হয়েছে।