বনানী এলাকার সড়কে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ব্যবসায়ী

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম বন্ধু দাস কৃষ্ণ সাহা (৫৭)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কৃষ্ণ সাহাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কৃষ্ণ সাহাকে হাসপাতালে নিয়ে যান মো. মিজান নামের সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি প্রথম আলোকে বলেন, দিবাগত রাত তিনটার দিকে কাকলি পদচারী–সেতুর নিচে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন কৃষ্ণ সাহা। ঘটনাস্থলে থাকা পথশিশুরা তাঁকে জানিয়েছে, একটি পিকআপ ভ্যান কৃষ্ণ সাহাকে চাপ দিয়েছে। পথচারীদের সহায়তায় তিনি কৃষ্ণ সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বনানী থানার উপপরিদর্শক শুভাশিস সরকার প্রথম আলোকে বলেন, কৃষ্ণ সাহা কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, তা তাঁরা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে তাঁরা শনাক্তের চেষ্টা করছেন। পরিবারের লোকজন এসে কৃষ্ণ সাহার লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কৃষ্ণ সাহার ভাই বিষ্ণুপদ সাহা জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ সদরের আমলাপাড়ায়। বাবার নাম হরি বাসর সাহা, মা শেফালি সাহা। কৃষ্ণ সাহা রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। কৃষ্ণ সাহা রঙের ব্যবসা করতেন।