নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, আশপাশের এলাকায় তীব্র যানজট
বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা দুইটার পর তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে আজ দুপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে রাখেন।
এমন পরিস্থিতিতে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন নার্সিং শিক্ষার্থীরা।
নার্সিং শিক্ষার্থীরা জানান, আজ সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন তাঁরা। সেখানে এক দফা দাবি বাস্তবায়নে এক ঘণ্টা সময় বেঁধে দেন। বেঁধে দেওয়া সময়ে কোনো আশ্বাস না পাওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেন।
ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, শাহবাগ ক্রসিং এবং কাকরাইল মসজিদের সামনের ক্রসিং পুরোপুরি বন্ধ। এই দুটি ক্রসিং ব্যবহার করা গাড়িগুলোকে বিকল্প পথে যেতে হচ্ছে। ফলে শাহবাগ ও কাকরাইলের আশপাশের এলাকায় গাড়ির চাপ অনেক বেশি। এমন পরিস্থিতিতে কাকরাইল ও শাহবাগের আশপাশ এলাকায় যানজট তৈরি হয়েছে।
অবশ্য এই যানজট শাহবাগ থেকে বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট ছাড়িয়ে গেছে। বিকেল ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেটে আসতে দীর্ঘ সময় খামারবাড়ি মোড়ের সিগন্যালে যাত্রীদের আটকে থাকতে হয়। পরেও গাড়ি চলে ধীরে ধীরে। সেই পরিস্থিতি সন্ধ্যায়ও রয়েছে।