মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে আজ রোববার সকালে চলন্ত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াদুদ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নগরীর শান্তিনগরে অবস্থিতি একটি আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ প্রথম আলোকে বলেন, আজ সকাল পৌনে ৯টার দিকে ওয়াদুদ তাঁর কর্মস্থল থেকে পশ্চিম মালিবাগের বাসায় ফিরেছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওয়াদুদের ছেলে আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাবা নৈশকালীন দায়িত্ব শেষ করে বাসায় ফিরছিলেন। মালিবাগ রেললাইন পার হওয়ায় সময় তাঁর বাবা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খান বলে জানতে পেরেছেন। ঘটনার সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসছিল। আরেকটি ট্রেন কমলাপুরগামী ছিল। তাঁর বাবা কোন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছেন, তা বলতে পারছেন না।

ওয়াদুদের দুই মেয়ে ও এক ছেলে আছে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।