কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিল ডেইলি স্টার-এইচএসবিসি

১১১টি ইংরেজি মাধ্যম স্কুলের ২ হাজার ৫৬৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে এইচএসবিসি ও দ্য ডেইলি স্টার। ঢাকা, ২৪ ফেব্রুয়ারিছবি: ডেইলি স্টারের সৌজন্যে

ইংরেজি মাধ্যমের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় ভালো ফল করা কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) ও দ্য ডেইলি স্টার। আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। ‘স্যালিউটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ (আগামীর জাতি নির্মাতাদের অভিবাদন) শিরোনামে এটি ছিল ২৩তম আয়োজন।

ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে। পিয়ারসন এডেক্সেল এবং কেমব্রিজ একাডেমিক অংশীদার হিসেবে এ আয়োজনের সঙ্গে রয়েছে। এবার ১১১টি ইংরেজি মাধ্যম স্কুলের ২ হাজার ৫৬৩ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ও লেভেলের ১ হাজার ৭৬৫ জন এবং এ লেভেলের ৬৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ও লেভেলের ৬২ শিক্ষার্থী দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, আর ২০ জন বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে। আর এ লেভেলে ৪২ জন দেশের মধ্যে এবং ১৮ জন বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘অনুষ্ঠানটি এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে, যে মাসে এ দেশের মানুষ নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছেন। ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, “একজন মানুষের তিনটি মা। একটি তাঁর নিজের মা, অপরটি তাঁর মাতৃভাষা এবং তৃতীয়টি মাতৃভূমি।” তাই সব মায়ের জন্য কাজ করার চেষ্টা করো।’

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘অসাধারণ কৃতিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা জাতিকে গৌরবান্বিত করেছে। এই মেধা দিয়েই এই শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশ করবে আরও অনেক কিছু শেখার জন্য। বিশ্বের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে তোমরা যাও শেখার জন্য। কিন্তু তোমাদের কাছে আবেদন, শিক্ষা লাভের পর দেশে ফিরে এসে দেশের জনগণের সেবা করো।’

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ও লেভেল এবং এ লেভেল একটি বৈশ্বিক মানের পরীক্ষা। তাই বিশ্বায়নের এই যুগে তরুণ মেধাবীদের সত্যিকার অর্থে আন্তর্জাতিক হয়ে ওঠার জন্য ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল, পিয়ারসন এডেক্সেল বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ অব ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের এ দেশের প্রতিনিধি (কান্ট্রি ম্যানেজার) শাহীন রেজা।