রাজধানীর ৫০০ শ্রমজীবীকে পানি–স্যালাইন বিতরণ করেছে পদ্মকুঁড়ি হিজড়া সংঘ

শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ খাওয়ার পানি ও শরবত বিতরণ করেছে পদ্মকুঁড়ি হিজড়া সংঘ। ঢাকা, ০৫ মেছবি: সংগৃহীত

রাজধানীর ৫০০ শ্রমজীবী মানুষকে বিশুদ্ধ খাওয়ার পানি, স্যালাইন ও শরবত দিয়েছে পদ্মকুঁড়ি হিজড়া সংঘ। পুরান ঢাকার এই হিজড়া সম্প্রদায় নিজেরা চাঁদা তুলে এই উদ্যোগ নেয়। রোববার পুরান ঢাকার লোহারপুল চৌরাস্তায় দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কার্যক্রম চলে। ওই এলাকার শ্রমিক, রিকশা, ভ্যানচালক বা নিম্ন আয়ের মানুষদের মধ্যে এই পানীয় বিতরণ করা হয়।  

সংগঠনটির সাধারণ সম্পাদক মিতু হিজড়া জানিয়েছেন, ‘আমরা হিজড়ারা নিজেদের প্রতিদিনের চাঁদার টাকা থেকে এ উদ্যোগ নিয়েছি। শ্রমজীবী মানুষকে তীব্র তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি দিতে এই উদ্যোগ।

দেশের এই তাপপ্রবাহ চলতে থাকলে আগামী দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

পদ্মকুঁড়ি হিজড়া সংঘের এই কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের সভানেত্রী আনুরী হিজড়া। এর আগে করোনাকালে মরদেহ দাফনসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করেছে তারা। গত বছর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর আনুরী হিজড়ার নেতৃত্বে কয়েকটি হিজড়া সংগঠন মিলে ২৪ লাখ টাকা দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।