ভাটারায় মদের বিষক্রিয়ায় তরুণীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় তরুণীর (২২) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ভর্তির নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে, ওই তরুণীর মৃত্যু হয়েছে মদজনিত বিষক্রিয়ায়। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

ওসি আসাদুজ্জামান বলেন, ওই তরুণী তাঁর খালাতো বোনের সঙ্গে ভাটারা এলাকায় থাকতেন। খালাতো বোনের একটি রূপচর্চাকেন্দ্র (বিউটি পারলার) আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণীর এক বন্ধু সেখানে মদ নিয়ে আসেন। মদপানের পর দুই বোন অসুস্থ হয়ে পড়েন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মদপানের পর অসুস্থ ওই তরুণী বাসায় ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে তিনি মারা যান। তাঁর খালাতো বোনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।

তরুণীর মৃত্যুর ঘটনায় মদ নিয়ে আসা ওই বন্ধু জড়িত থাকতে পারে পুলিশ সন্দেহ করছে। ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্ধুর আনা মদ পান করায় তরুণীর মৃত্যু হয়েছে। ওই বন্ধুকে আটকে অভিযান চলছে।