রাজধানীর বাড্ডায় বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
আজ রোববার রাত সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা পুলিশ তদন্ত করছে।