তথ্য অধিকার আইন বাস্তবায়নে মানসিকতার পরিবর্তন জরুরি: টিআইবি

টিআইবি ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে আজ কর্মশালার আয়োজন করে
ছবি: টিআইবির সৌজন্যে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, তথ্য অধিকার আইনের সর্বোত্তম প্রয়োগ ও বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক ও মানসিকতার পরিবর্তন নিশ্চিত করতে হবে। এ জন্য তথ্য প্রদান ও প্রকাশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রকাশের মানসিকতা সৃষ্টিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানিয়েছে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উদ্‌যাপনের অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। টিআইবি ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয় টিআইবি কার্যালয়ে।

কর্মশালায় ইফতেখারুজ্জামান আরও বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য চাওয়ার প্রক্রিয়া সর্ম্পকে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় অনুঘটক হিসেবে গড়ে তুলতে হবে। যে দেশে যত বেশি তথ্যের অবাধ প্রকাশ নিশ্চিত করা যায়, সে দেশে তত বেশি মানবাধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়।

তথ্য অধিকার আইন প্রতিষ্ঠিত হলেও এখনো কিছু প্রতিবন্ধকতা আছে উল্লেখ করে টিআইবির প্রধান নির্বাহী জানান, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইনের মাধ্যমে দেশে ঔপনিবেশিক কালের গোপনীয়তার সংস্কৃতি এখনো সরকারের মধ্যে আছে। তথ্য অধিকার আইনের কারণে এ আইন বিলুপ্ত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রকাশ ও তথ্যে অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের ব্যবহার; তথ্য অধিকার আইনের পরিপন্থী বিদ্যমান আইনগুলো সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করা; নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থী বা আইনটির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এমন কোনো ধারা যাতে সংযোজিত না হয়; সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।