অগ্নিনিরাপত্তার ওপর প্রথম আলো কার্যালয়ে দুদিনের প্রশিক্ষণ ও মহড়া

অগ্নিনির্বাপণ ও উদ্ধার পদ্ধতি নিয়ে কথা বলছেন ফায়ার সার্ভিসের একজন প্রশিক্ষক। আজ মঙ্গলবার প্রগতি ইনস্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ের ১০তম তলার সভাকক্ষে
ছবি: আশরাফুল আলম

অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে প্রথম আলোর কার্যালয়ে অগ্নিনিরাপত্তা বিষয়ে দুদিনের প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণ ও মহড়ায় অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও প্রাথমিক চিকিৎসা–সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষকেরা। প্রথম আলোর বিভিন্ন বিভাগের ৩৯ জন কর্মী এতে অংশ নেন।

দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ‘জরুরি উদ্ধার পদ্ধতি’ বিষয়ে উপস্থাপনা করেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার (গণমাধ্যম) এ কে এম রায়হানুল আশরাফ হোসেন। এর আগে ‘প্রাথমিক চিকিৎসা ও রোগী পর্যবেক্ষণ’ বিষয়ে উপস্থাপনা করেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর (গণমাধ্যম) মো. আনোয়ারুল ইসলাম। এরপর জরুরি উদ্ধার পদ্ধতি ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিনিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে গিয়ে অনুষ্ঠানে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান বলেন, বার্ন ইউনিটে গেলে বোঝা যায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা কেমন হতে পারে। তিনি বলেন, আগুন লাগলে তা ছড়িয়ে পড়তে কয়েক মিনিট লাগে। এই সময়ে দ্রুত আক্রান্ত স্থাপনা থেকে সুশৃঙ্খলভাবে বেরিয়ে আসতে হবে।

জরুরি উদ্ধার তৎপরতার প্রশিক্ষণ দিচ্ছেন ফায়ার সার্ভিসের একজন প্রশিক্ষক। আজ মঙ্গলবার প্রগতি ইনস্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ের ১০তম তলার সভাকক্ষে
ছবি: প্রথম আলো

প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে সহযোগিতা করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ধন্যবাদ জানান মুনির হাসান। পাশাপাশি প্রশিক্ষণ নেওয়া কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রথম আলো কার্যালয়েই নয়, যেখানেই এ ধরনের পরিস্থিতি হবে, সেখানে উপস্থিত থাকলে এই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

অগ্নিনিরাপত্তার বিষয়টি প্রথম আলো গুরুত্বের সঙ্গে নিয়েছে উল্লেখ করে প্রশাসন বিভাগের প্রধান উৎপল কুমার চক্রবর্তী বলেন, প্রথম আলো শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভবনে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রেখেছে। পাশাপাশি কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।

জরুরি উদ্ধার তৎপরতার মহড়া দিচ্ছেন তিনজন প্রশিক্ষণার্থী। আজ মঙ্গলবার প্রগতি ইনস্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ের ১০তম তলার সভাকক্ষে
ছবি: প্রথম আলো

অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়ার প্রথম দিন গতকাল সোমবার অগ্নিনির্বাপণ এবং আক্রান্ত ভবন থেকে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বেরিয়ে আসার কৌশলের পাশাপাশি ভূমিকম্পে করণীয় নিয়ে উপস্থাপনা ছিল। এদিন এ আয়োজনের জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলোর হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে বৃহৎ পরিসরে অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করা হবে। এতে সব কর্মী অংশ নেবেন। এর আগে গত ২২ ও ২৩ জুলাই অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছিল।