সার্কে চীনের অন্তর্ভুক্তি চান তরুণেরা

সার্কে চীনের অন্তর্ভুক্তি চান তরুণেরা। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সার্ক শক্তিশালীকরণ এবং বাংলাদেশি যুবাদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সভায় অংশ নেওয়া তরুণেরা এসব দাবি জানান।

এ প্রসঙ্গে সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখন তরুণেরা কতটুকু অসন্তুষ্ট হলে ভারতকে বাদ দিতে চান। কতটা বিরক্ত হয়ে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশীয় দেশ নয়, এমন দেশ চীনকে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, সার্কের দুর্বলতা হলো এর প্রশাসনিক ব্যবস্থা। তিনি বলেন, সব পেশার মানুষকে ধারণ করে না সার্ক। তরুণ ও শ্রমিকদের এখানে সুযোগ কম। সার্ককে সমৃদ্ধ ও কার্যকর করতে হবে। আমাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার মানুষদের জন্যও এ কাজ করতে হবে। আর এ দায়িত্ব পালন করতে হবে তরুণদের। শুধু ঘরের ভেতর টেবিলে বসে নয়, বাইরেও মানুষের সঙ্গে মতবিনিময় করতে হবে।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সুমন হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাবেক সেনা কর্মকর্তা আশরাফ আল দ্বীন, জাকির আলী প্রমুখ।