আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শিল্পকর্ম প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী নবরাজ রায়ের ‘অন্তহীন রহস্যের প্রতিফলন’ শীর্ষক প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিল্পী নিখিল রঞ্জন পাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ২৫টি চিত্তাকর্ষক শিল্পকর্ম প্রদশিত হয়েছে। এতে ছিল অ্যাক্রিলিক, জলরং এবং মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং তিনটি ভাস্কর্য, যা নবরাজের শৈল্পিক যাত্রার উজ্জ্বলতা প্রদর্শন করে। প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)–এর সাবেক শিক্ষার্থী নবরাজ রায় ২০১৩ সালে স্নাতক শেষ করেন। চিত্রকলায় বিশেষীকরণ করে ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ) ডিগ্রি অর্জন করেন। তাঁর শৈল্পিক দক্ষতাকে প্রসারিত করে তিনি ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সাফল্যের সঙ্গে চিত্রকলায় মাস্টার অব ফাইন আর্টস (এমএফএ) সম্পন্ন করেছেন।

সোমবার থেকে শনিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি