জামায়াতের ১০ নেতা-কর্মী রিমান্ডে, কারাগারে ৪৮ জন

প্রতীকী ছবি

বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতে ইসলামীর ১০ নেতা–কর্মীকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় গ্রেপ্তার আরও ৪৮ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।

নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শনিবার রাজধানীর মিরপুর ক্যাপিটাল টাওয়ারের চায়নিজ রেস্টুরেন্ট থেকে জামায়াতের ৫৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দারুস সালাম থানায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। রোববার তাঁদের আদালতে হাজির করে পুলিশ।

গ্রেপ্তার ১০ জনকে আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৪৮ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হয়রানির উদ্দেশ্যে পুলিশ মিরপুরের একটি চায়নিজ রেস্টুরেন্ট থেকে জামায়াত নেতা–কর্মীদের গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে ককটেল উদ্ধার দেখিয়েছে পুলিশ।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।