বিদ্যালয় খুলেছে, রাজধানীতে যানজট ফিরেছে

দীর্ঘ ছুটি শেষে আজ রোববার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। ঢাকা, ২৮ এপ্রিলছবি: দীপু মালাকার

রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে আজ রোববার যানজট দেখা গেছে। চালক ও যাত্রীরা বলছেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। মূলত এ কারণেই রাজধানীতে যানজট ফিরেছে।

ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল ২১ এপ্রিল। কিন্তু তাপপ্রবাহের কারণে ছুটি এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ ছুটি শেষে আজ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে।

চালক ও যাত্রীরা বলছেন, এত দিন রাজধানীতে তেমন যানজট ছিল না। তবে আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে যানজট দেখা দেয়।

আজ সকাল আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দেখা যায়, শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। তাদের সঙ্গে আছে অভিভাবকেরাও। এ সময় এলাকাটিতে যানজট ছিল।

সকাল পৌনে আটটার দিকে আসাদগেট থেকে মোহাম্মদপুরের টাউন হল এলাকা যানজটে স্থবির হয়ে ছিল বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

সকাল নয়টার দিকে শ্যামলী থেকে আসাদ গেট পর্যন্ত সড়কে যানবাহনের চাপ ছিল। ফলে যানবাহন ধীরে ধীরে চলছিল।

গুলিস্তান, পুরানা পল্টন, শাহবাগ, কলাবাগান এলাকায় সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট পাওয়ার কথা জানিয়েছেন একাধিক যাত্রী।

মোছা. ফাতেমা নামের এক চাকরিজীবী নারী বলেন, ঈদের পর থেকে তিনি নিয়মিত অফিস করছেন। এত দিন সকালে তিনি রাস্তায় যানজট পাননি। আজ সকালে খিলগাঁও এলাকা থেকে রওনা হয়ে বাংলামোটর এলাকায় আসতে সড়কে যানজট পেয়েছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় গত সপ্তাহের চেয়ে আজ ঢাকার সড়কে চাপ একটু বেশি বলে জানান ট্রাফিক পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার স্নেহাশীষ কুমার দাস। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় সড়কে যানবাহনের চাপ একটু বেশি। কিন্তু ঢাকা শহরের যে স্বাভাবিক চাপ, সেটা এখনো শুরু হয়নি। হয়তো গরমের কারণে অনেক মানুষ রাস্তায় বের হননি।

প্রচণ্ড দাবদাহ থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। এক পালায় (শিফটে) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই পালার বিদ্যালয়গুলোর প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। চালক ও যাত্রীরা বলছেন, ক্লাস শুরু ও ছুটি হওয়ার সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তাঁরা।