রাজধানীতে মন্দির থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

ঝুলন্ত মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর কাফরুলের কেন্দ্রীয় মন্দির থেকে সেবায়েত পরীক্ষিত দাসের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘটনায় মামলা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিনজনকে আসামি করে শনিবার তাঁর ছেলে ভক্ত দাস মামলাটি করেন।

ভক্ত দাস তাঁর মামলায় মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও দপ্তর সম্পাদক বাদল সরকারকে আসামি করেন।

গত মঙ্গলবার কাফরুলের ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দিরের দোতলার সিঁড়ির রেলিং থেকে পরীক্ষিতের লাশ উদ্ধার করা হয়। তাঁর ছেলে ভক্ত দাসের অভিযোগ, ‘আসামিরা আমার বাবাকে অপমান করে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। আমি এই ঘটনায় দোষীদের শাস্তি চাই।’

ভক্ত দাস আরও বলেন, ‘মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার আগের দিন আমার বাবা একটি ব্যাগ হাতে বাইরে বের হতে চাইলে সুমন সাহা বাধা দেন। পরে বাবার সঙ্গে দুই আসামি কথা বলেন। একপর্যায়ে বাবা তাঁদের হাতে পায়ে ধরে মাফ চাইতে থাকেন।’

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রোববার রাতে প্রথম আলোকে বলেন, পরীক্ষিত দাসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।