নববর্ষের অনুষ্ঠানে ব্যাগ নিয়ে আসা যাবে না: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানছবি: ডিএমপির সৌজন্যে

পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার ব্যাগ নিয়ে আসা যাবে না।

সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা–সংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, পুলিশ নিয়ন্ত্রণকক্ষে যেখান থেকে সিসিটিভি পর্যবেক্ষণ করা হবে, সেখানে পুলিশের সঙ্গে পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজনকারী সংগঠনগুলোর একজন করে প্রতিনিধি থাকবেন। কোথাও সন্দেহভাজন কাউকে দেখা গেলে সঙ্গে সঙ্গে সিসিটিভি দেখে তাঁকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ধরনের নিরাপত্তার ব্যত্যয় দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য ওই এলাকার দায়িত্বরত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।

পুলিশ কমিশনার বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রার পথ ও আশপাশের এলাকা সিসিটিভি পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। কোনো দুষ্কৃতকারী বাইরে থেকে অপতৎপরতা চালানোর চেষ্টা করলে ভিডিও ফুটেজ দেখে সহজেই তাকে শনাক্ত করা যাবে। যদিও এ ধরনের অপতৎপরতা চালানোর কোনো গোয়েন্দা তথ্য নেই, তবু সতর্কতার স্বার্থে প্রস্তুত থাকতে হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাংলা নববর্ষকে ঘিরে সাইবার গুজব প্রতিরোধের জন্য ডিএমপির সাইবার টিম প্রস্তুত রয়েছে। কোনো প্রকার সাইবার গুজব কারও নজরে এলে প্রথমেই  পুলিশকে অবহিত করতে হবে। পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে মসজিদে যাতে কোনো প্রকার নেতিবাচক প্রচার বা আলোচনা না করা হয়, সে জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম মাকসুদুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।