ঢাকার আদাবরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক ১

আটকপ্রতীকী ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজধানীর আদাবর থানার শেখেরটেক থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরের দিকে বিধান চন্দ্র দাস নামের এই ব্যক্তিকে পুলিশ আটক করে। তিনি স্থানীয় একটি সেলুনের কর্মচারী।

আদাবর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, অভিযোগ অনুসারে, গতকাল বৃহস্পতিবার নাজমুল হাসান খন্দকার নামের এক ব্যক্তি শেখেরটেকের একটি সেলুনে চুল কাটাতে যান। এ সময় নানা বিষয়ে কথার একপর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিধান কটূক্তি করেন বলে অভিযোগ নাজমুলের। আজ সকালে নাজমুল স্থানীয় একদল লোক নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাঁরা আদাবর থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধানকে আটক করে আদাবর থানায় নিয়ে আসে।

এসআই সোহেল রানা আরও বলেন, আটকের পর বিধানের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে স্থানীয় একদল লোক থানার সামনে অবস্থান নেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেওয়ার আশ্বাস দেন। তখন তাঁরা থানাচত্বর ছেড়ে চলে যান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিধানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।