ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ দুজনের ওপর হামলা

হামলায় আহত ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানা এলাকার শিল্পকলা একাডেমির সামনে আড্ডা দেওয়ার সময় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ দুজনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। দুজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্যজন হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ঝলক মিয়া (৩২)। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার রাত ৯টার দিকে।

ঝলক মিয়া প্রথম আলোকে বলেন, শিল্পকলা একাডেমির সামনে চা–পানের সময় ছাত্রলীগের ১০-১৫ জন লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানো হয়। রওনকুল ইসলামের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বর্তমানে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, হামলাকারীদের মধ্য থেকে এক যুবক বলছিলেন, তিনি ছাত্রলীগের একটি থানার সভাপতি।

ছাত্রদলের সাবেক দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক। তিনি প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক নয়টার দিকে শিল্পকলা একাডেমির সামনে চায়ের দোকানের বেশ কয়েকজন যুবক দুজনকে মারধর করছিলেন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কারা হামলা চালিয়েছে, এ বিষয়ে তিনি নিশ্চিত নন।