যাবজ্জীবন হওয়া গাঙচিল বাহিনীর রুহুল ১০ বছর পর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার র‍্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার রুহুলকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দাবি, গ্রেপ্তার রুহুল আমিন গাঙচিল বাহিনীর অন্যতম দলনেতা।

শাহ আলী থানার বশির উদ্দীন বসু হত্যা মামলায় ২০১২ সালে যাবজ্জীবন সাজা হয় রুহুল আমিনের। তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ১০ বছর পালিয়ে ছিলেন তিনি।

র‍্যাব জানায়, ২০০০ সাল থেকে সাভার উপজেলার আমিন বাজার ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মধ্য দিয়ে উত্থান হয় গাঙচিল বাহিনীর।

গাঙচিল বাহিনীর প্রধান ছিলেন আনোয়ার হোসেন ওরফে আনার। তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে একক আধিপত্য বিস্তার করেছিল এই বাহিনী।

র‍্যাব জানায়, আনোয়ার হোসেন মারা যাওয়ার পর গাঙচিল বাহিনী কয়েকটি ভাগে ভাগ হয়ে গেলে একটি পক্ষের নেতৃত্ব দিতে শুরু করেন রুহুল আমিন।

রুহুল আমিনের নেতৃত্বে এই পক্ষের সদস্যরা আমিন বাজার, গাবতলী, ভাকুর্তা, কাউন্দিয়া, বেড়িবাঁধ, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি, খুন ইত্যাদি কর্মকাণ্ড চালিয়েছে বলে র‌্যাব–৪ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।