আইডিয়াল কলেজের সামনে সংঘর্ষ
রাজধানীর আইডিয়াল কলেজের ফটকের সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বেলা দেড়টার দিকে সংঘর্ষ পান্থপথ, গ্রিন রোড এলাকায়ও ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি রয়েছে। আনা হয়েছে সাঁজোয়া যান।
আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, আলহাজ্ব মকবুল হোসেন কলেজ, হাজারীবাগের শহীদ বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রয়েছেন।
ফজিলাতুন নেছা মুজিব সরকারি কলেজের শিক্ষার্থী পরিচয় দেওয়া সালমান বলেন, ‘আমাদের দিকে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। আমাদের অনেককে মারধর করেছে। অনেকে আহত হয়েছে।’
‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ আজ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।