বনশ্রীর বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ফাতেমা ভূঁইয়া ওরফে পুতুল (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বনশ্রী এলাকার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, ফাতেমা মা–বাবার সঙ্গে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার সাউদান পার্ক নামের একটি বহুতল ভবনের ১০ তলায় থাকত।  

ফাতেমার ভাবি মুর্শেদা খানম প্রথম আলোকে বলেন, আজ সকালে ফাতেমা সবার অগোচরে ভবনটির ছাদে যায় এবং সেখান থেকে নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ফাতেমা প্রেমঘটিত কারণে লাফিয়ে পড়ে থাকতে পারে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ফাতেমার বাবার নাম আবদুল লতিফ ভূঁইয়া। পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল।