রাজধানীতে সড়কের পাশে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত দেহ
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. নয়ন ইসলাম (১৭)। সে আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, ধোলাইপাড় বস্তির মাঠের পাশে নয়ন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়নকে ঢামেকে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি।’
কারা নয়নকে খুন করতে পারে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তার বাবা মো. কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বাসা থেকে কাজে বের হয়েছিলাম। দুপুরে ছেলের বন্ধুদের মাধ্যমে খবর পেলাম নয়নকে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে।’
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। খুনের বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। আমরা হত্যার কারণ বের করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
পুলিশ জানায়, নয়নের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলায়। ঢাকায় তার বাবা কামরুল ইসলাম কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে ধোলাইপাড় মুন্সিবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। তিন ভাইয়ের মধ্যে নয়ন ছিল সবার বড়।