মডেল খুশবুর হারিয়ে যাওয়া সেই বিড়াল পাওয়া গেছে

জায়নাব খুশবু
ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া সেই বিড়াল ফেরত পেয়েছেন মডেল জায়নাব খুশবু। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি বাসার নিরাপত্তাকর্মী বিড়ালটি খুঁজে পেয়ে খুশবুকে ফেরত দেন। বিড়ালটির নাম ‘সিলভার’।

জায়নাব খুশবু প্রথম আলোকে বলেন, বনানীর ৭ নম্বর রোডের একটি বাসার জেনারেটর রাখার কক্ষে ছিল বিড়ালটি। ডাক শুনে সেটিকে উদ্ধার করে নিজের কাছে রেখেছিলেন ওই বাসার নিরাপত্তাকর্মী।

ওই নিরাপত্তাকর্মীর নাম রাসেল বলে জানান খুশবু। তিনি বলেন, প্রথম আলো অনলাইনে তাঁর বিড়াল হারিয়ে যাওয়ার খবর রাসেলের নজরে আসে। পরে তিনি যোগাযোগ করে বিড়ালটি ফেরত দেন। এ কাজের জন্য তিনি নিরাপত্তাকর্মী রাসেলকে পুরস্কৃত করেছেন।

গত মঙ্গলবার খুশবুর বনানীর বাসা থেকে সাদা রঙের বিড়ালটি হারিয়ে যায়। ১১ মাস ধরে বিড়ালটিকে লালনপালন করছিলেন তিনি। বিড়াল হারানোর ঘটনায় গতকাল বুধবার বনানী থানায় জিডি করে তাঁর পরিবার।

বিড়ালটির সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন খুশবু। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘সিলভার আমার খুব আদরের ছিল। পরিবারের সদস্যের মতোই বিড়ালটি লালনপালন করছিলাম। মঙ্গলবার বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আমার খুব কান্না পেয়েছে। ওর জন্য আমি অনেকবার কেঁদেছি।’

আরও পড়ুন