ঈদের ছুটি শেষে ঢাকায় এসে দুর্ঘটনায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আয়েশা আক্তার (২০)। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, আয়েশা ও তাঁর স্বামী খায়রুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদে গ্রামের বাড়ি পটুয়াখালীতে গিয়েছিলেন তাঁরা। আগামীকাল সোমবার তাঁদের কারখানা খোলার কথা। সে জন্য লঞ্চে আজ ভোরে ঢাকায় ফেরেন। পরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে টঙ্গীতে যাওয়ার জন্য আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে ওঠেন।
ভোর সাড়ে পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আয়েশা, তাঁর স্বামীসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই মামুনুর রশীদ আরও বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই আয়েশার লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি দুটির চালকেরা পালিয়ে গেছেন।