জাহিদুল ইসলাম ওরফে টিপু
ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান বুধবার এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার নুরুল মুত্তাকিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা মামলার আসামি কাউন্সিলর মারুফ কারাগারে

এর আগে গত ১৭ আগস্ট কাউন্সিলর মারুফ আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। এক বছরের বেশি সময় পর ৫ জুন ঢাকার সিএমএম আদালতে এ মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন

আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা মামলার বাদীকে আবারও হুমকি