যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি ছাদ থেকে পড়ে
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজ বাসার ছাদ থেকে পড়ে মো. আবদুল্লাহ (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা। তিনি পেশায় একজন নির্মাণ ঠিকাদার ছিলেন।
পরিবারের দাবি, গভীর রাতে ছাদে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি মারা গেছেন।
নিহত ব্যক্তির ভাতিজা তানজিম তাহের বলেন, তাঁর চাচা রাত তিনটার দিকে ছাদে হাঁটতে গিয়েছিলেন। হাঁটাহাঁটির একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।