ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে একটি ভবনের ছয় তলা থেকে লাফিয়ে পড়ে আফরোজা আক্তার ওরফে মিমি (২১) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। আফরোজার পরিবারের দাবি, তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মনে হচ্ছে মেয়েটি ছাদের রেলিং থেকে নিচে পড়ে মারা গেছেন।

রোববার বিকেলে মিরপুর ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আফরোজা মিরপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ওই ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় থাকতেন।

আফরোজার বাবা আফসার উদ্দিন বলেন, মেহেদী হাসান নামের এক ছেলের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাঁর কারণেই আত্মহত্যা করেছেন তাঁর মেয়ে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ আত্মহত্যার ঘটনাটি দুর্ঘটনা বলে মেহেদীকে বাঁচানোর চেষ্টা করছেন।

পুলিশ বলছে, আফরোজা মেহেদীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেছিলেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়েটি মানসিক চাপের মধ্যে ছিলেন। একটি ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাও করেছিলেন।

ওসি বলেন, আফরোজার মারা যাওয়ার ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তদন্তের পর বলা যাবে।