‘ইভ টিজিংয়ের প্রতিবাদ করায়’ ঢাবি ছাত্রের ওপর হামলার বিচার দাবি

হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধনছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় ‘ইভ টিজিংয়ের প্রতিবাদ করায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও তাঁর বড় ভাই স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা৷

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুরের শিক্ষার্থীদের পরিবহনকারী ক্ষণিকা বাসের কার্যনির্বাহী কমিটি এই মানববন্ধনের আয়োজন করে৷ তাঁদের অভিযোগ, ২১ আগস্ট উত্তরায় স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ছাত্র ইমন হোসাইন ও তাঁর বড় ভাই৷ ইমন ক্ষণিকা বাস কমিটির সাংগঠনিক সম্পাদক৷

মানববন্ধনে ক্ষণিকা বাস কমিটির সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আতিকুল ইসলাম বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ইমন ও তাঁর ভাইয়ের ওপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা৷ আহত ইমনের অবস্থা সংকটাপন্ন৷ হামলার ঘটনায় মামলা করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

এ সময় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ছাত্রী জারিন তাসনীম বলেন, ‘ইভ টিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ৷ সেই অপরাধের প্রতিবাদ করায় ইমন হোসাইনের ওপর হামলা করা হয়েছে৷ আমরা এর বিচার চাই৷ একই সঙ্গে ইভ টিজিং বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানাই৷’

মানববন্ধনে ছাত্র পরিবহন পরিষদের আহ্বায়ক মোবারক হোসেন, ক্ষণিকা বাস কমিটির সাবেক সভাপতি রবিউল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সাকিব হাসান, ঈশা খাঁ বাস কমিটির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন৷