রাজধানীতে তিনটি বাসে আগুন

গুলিস্তানে আজ সোমবার দুপুরের দিকে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি: সাজিদ হোসেন

রাজধানীতে আজ সোমবার তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সর্বশেষ রাত সাড়ে আটটার দিকে খিলক্ষেত এলাকায় উড়ালসেতুর পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে এবং বেলা দুইটার দিকে গুলিস্তানে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খিলক্ষেতের ঘটনাটি ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তা দিয়ে জানিয়েছে। তারা জানায়, কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে পুলিশের সহযোগিতায় কাজ করছে।

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের দোতলা বিআরটিসি বাসটি মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর বেলা দুইটার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নেভায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটিতে যাত্রী ছিলেন। এতে আগুন দেওয়া হলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।