শাহজালাল বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে তেলবাহী গাড়ির আগুন নিয়ন্ত্রণে

তেলবাহী গাড়ির আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টার পর আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে, শাহজালাল বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে তেলবাহী গাড়িতে সকাল ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে তারা। কুর্মিটোলা ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বিমানবন্দরে গেছে। চারটি ইউনিটের চেষ্টায় ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নির্বাপণ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিস জানায়, তৃতীয় টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহে নিয়োজিত একটি ট্রাকে আগুন ধরে যায়। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এ আগুন ধরার ঘটনা ঘটেছে। ওই ট্রাক থেকে পাশে অবস্থান করা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়।