ঘোষণা দিলেও আজ সকাল থেকে আন্দোলনে নামেননি বুয়েট শিক্ষার্থীরা, তবে পরীক্ষা বর্জন চলছে

বুয়েটের শিক্ষার্থীরা গতকাল শনিবার সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ করেনপ্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শুক্রবার থেকে টানা আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় আজ রোববার সকাল সাতটা থেকে তাঁদের বুয়েট শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল। তবে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁরা আন্দোলনে নামেননি। যদিও ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন আজও চলছে৷

আজ সকাল আটটার দিকে সরেজমিনে বুয়েট ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে দু-একজন শিক্ষার্থীর দেখা মিলল। একাডেমিক ভবনগুলোর নিরাপত্তারক্ষীরা জানালেন, কোনো শিক্ষার্থী আজ পরীক্ষা দিতে আসেননি। বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভের পর গতকাল শনিবার ও আজ টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করছেন।

আরও পড়ুন

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকালের ঘোষণা অনুযায়ী আজ সকাল সাতটা থেকে আন্দোলনে নামার কথা থাকলেও অনিবার্য কারণে তাঁরা আজ এখনো নামেননি৷ তবে পরীক্ষা বর্জন চলছে। আজ বিকেলের দিকে বুয়েট শহীদ মিনারে তাঁদের সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে তাঁরা তাঁদের বক্তব্য জানাবেন।

আরও পড়ুন

এদিকে ‘মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার-পরিপন্থী ও শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে’ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন।

আরও পড়ুন