কলাবাগানে নিহত শিশু গৃহকর্মীর পরিচয় মিলেছে

রাজধানীর কলাবাগানে ভূতের গলিতে নির্যাতনে নিহত আট বছর বয়সী গৃহকর্মীর পরিচয় পাওয়া গেছে। তার নাম  হেনা। শিশুটির বাড়ি ময়মনসিংহ মুক্তগাছা উপজেলা নন্দীবাড়ি গ্রামে। তার বাবা–মা কেউই বেঁচে নেই। তার বাবার নাম হক মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে লাশ বুঝে নেন নিহত হেনার ফুফু লিপি বেগম ও তাঁর স্বামী মোসলেম উদ্দিন। পরে  মোসলেম উদ্দিন বলেন, ‘হেনার বাবা–মা মারা যাওয়ার পর ফুফুদের কাছেই মানুষ হয়। প্রায় আড়াই বছর আগে পারভিন নামের ওই নারী  ময়মনসিংহে একটি প্রশিক্ষণে গিয়ে হেনার সম্পর্কে জানতে পারেন। হেনা এতিম সে কারণে আমাদের বলেছিল, তাঁর একটি মেয়ে আছে, হেনাকে নিয়ে বাসায় নিজের মেয়ের মতো রাখবেন ও তাঁর বাসায় টুকটাক কাজ করাবেন।’

মোসলেম উদ্দিন বলেন, হেনাকে গ্রামের বাড়ি মুক্তগাছার নন্দীবাড়ি এলাকায় দাফন করা হবে।

আরও পড়ুন

২৬ আগস্ট দুপুরে কলাবাগানের ভূতের গলির একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই বাসার মালিক সাথি পারভীন পলাতক। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছেন তিনি। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেছে। এতে সাথি পারভীনকে আসামি করা হয়েছে।