প্রকল্পের কেনাকাটায় দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির সচিবের দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ওই প্রকৌশলীর নাম মাহবুব আলম। তিনি ঢাকা দক্ষিণ সিটির যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
দাপ্তরিক আদেশে বলা হয়, মাহবুব আলমের বিরুদ্ধে ‘আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সড়কের পটহোলস্ (গর্ত) মেরামত ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে যান-যন্ত্রপাতি সংগ্রহ’—শীর্ষক প্রকল্পের অধীনে ফ্রাংকলিন ফ্লোরটেক প্রতিষ্ঠানের মাধ্যমে জনসলিং ও থার্মোপ্লাস্টিক রং সরবরাহ কাজের ক্ষেত্রে মান সম্পর্কে বর্ণনা ছাড়াই দাপ্তরিক প্রাক্কলন তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ই-জিপি দরপত্র প্রক্রিয়াকরণ, আহ্বান ও গ্রহণের ফলে পাবলিক প্রকিউরমেন্ট আইন পিপিএ ২০০৬–এর ধারা ১৫ লঙ্ঘন হয়েছে।
আদেশে আরও বলা হয়, পিপিএর ধারা ১২ অনুসারে নির্দিষ্ট আদর্শ দলিল পুরোপুরি ব্যবহার না করে, নির্ধারিত চুক্তির পরিবর্তে নিজের তৈরি চুক্তি সম্পাদন করেন মাহবুব আলম। আর চুক্তির ১ থেকে ১২ নম্বর পণ্য কোন উৎপাদনকারীর কাছ থেকে নেওয়া হয়েছে এবং কোন ধরনের ও মানের পণ্য সরবরাহ নেওয়া হয়েছে—সে সম্পর্কে দেওয়া তাঁর বিবরণ সঠিক নয়।
আদেশে বলা হয়, এসব অনিয়মের অভিযোগে মাহবুব আলমের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটির কর্মচারী চাকরি বিধিমালা মোতাবেক বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। তিনি বরখাস্ত থাকাকালে বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।